শুরুতে পিছিয়ে পড়েও জুভেন্টাসের জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২১, ১৪:৫৬
অ- অ+

শুরুতে পিছিয়ে পড়লেও আলভারো মোরাতার জোড়া গোলে লাজিওকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে জুভেন্টাস। সিরি-এ’তে শনিবার এই জয়ের মাধ্যমে শীর্ষে থাকা ইন্টার মিলানের থেকে পয়েন্টের ব্যবধান সাতে নামিয়ে এনেছে তৃতীয় স্থানে থাকা জুভেন্টাস।

এদিন ডিয়ান কুলুসেভিস্কির একটি ভুল পাসে ১৪তম মিনিটে জোয়াকুইন কোরেয়ার গোলে পিছিয়ে পড়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। বিরতির আগেই আদ্রিয়েন রাবোয়িত জুভেন্টাসের হয়ে সমতা ফেরান। এরপর স্প্যানিশ তারকা মোরাতা তিন মিনিটের মধ্যে দুই গোল করে দলের গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে জুভেন্টাসের কোচ আন্দ্রে পিরলো বলেন, ‘আমরা ২০ মিনিট দেরিতে ম্যাচ শুরু করেছিলাম। এটা স্বাভাবিক বিষয়, কারণ দলের অনেকেই ইনজুরি থেকে ফিরেছে, আবার অনেকেই নিজেদের পজিশনে খেলতে পারেনি। কিন্তু সবমিলিয়ে আমরা দারুণভাবে লাজিওকে প্রতিরোধ করেছি। শেষ পর্যন্ত ম্যাচের আবহ ধরে রেখেছিলাম। অনেকে অনুপস্থিত থাকা সত্ত্বেও আমরা দারুণ একটি ম্যাচ উপহার দিয়েছি। আমাদের জন্য এটাই ফাইনাল। সবমিলিয়ে আমরা দারুণ খুশি।’

পাওলো দিবালা এখনো ইনজুরির কারণে দলের বাইরে রয়েছে। তার সাথে আরো রয়েছেন ডিফেন্ডার জর্জিও চিয়েলিনি, মিডফিল্ডার মাথিয়াস ডি লিট। এছাড়া কোভিড পজিটিভ হওয়ায় বিশ্রামে রয়েছেন রদ্রিগো বেনটানকার।

(ঢাকাটাইমস/৭ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধামাকা শপিংয়ের চেয়ারম্যান এম আলীকে গ্রেপ্তার দেখাল পুলিশ, আদালতে প্রেরণ
যশোরে বাসের ধাক্কায় ২ জন নিহত
মা হতে চান ‘সিঙ্গেল’ জয়া
টেকনাফের পাহাড়ে বিপুল অস্ত্র ও মাদক জব্দ, অপহৃত ব্যক্তি উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা