চিলমারীতে বিষ প্রয়োগে এক লাখ টাকার মাছ নিধন

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২১, ১৬:৫৮
অ- অ+

কুড়িগ্রামের চিলমারীতে রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে প্রায় এক লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে দিশাহারা হয়ে পড়েছেন মাছ ব্যবসায়ী মাজু মিয়া।

উপজেলার বালাবাড়ীহাট গাবেরতল এলাকার ছড়ার পাড় গ্রামে এ মাছ ব্যবসায়ী জানান, তিনি প্রতিদিনের মতো সোমবার সকালে পুকুর দেখতে যান। পুকুরপাড়ে গিয়ে দেখতে পায় অসংখ্য মাছ মরে পানির উপর ভেসে রয়েছে।

এদিকে স্থানীয় ইউপি সদস্য সাইফুর রহমান, আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান এবং এলাকাবাসী মৃত মাছ ও পানিতে বিষের গন্ধ বুঝতে পেরে দুর্বৃত্তরা এ কাজটি করে থাকতে পারে বলে তারা জানান।

উপজেলা মৎস কর্মকর্তা নুরুজ্জামান খান জানান, ঘটনাটির খবর পেয়ে ক্ষেত্র সহকারী রোকছানা পারভিনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তিনি পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করেছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ন্যাপথলিন পুকুরের পানিতে মিশিয়ে দিয়ে অধিকাংশ মাছ মেরে ফেলা হয়েছে। কিছু পরিমাণ মাছ জীবিত রয়েছে, সেগুলোও অসুস্থ। তবে পুকুরে পর্যাপ্ত পরিমাণ পানি সেচ দিলে মাছগুলো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে।

(ঢাকাটাইমস/৮মার্চ/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
শিল্প খাতের মহানায়ক, সাহসী উদ্যোক্তা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা