চাঁপাইনবাবগঞ্জে ৬০০ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২১, ১৯:২১
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুর এলাকা থেকে ৬০০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে মির্জাপুর এলাকার হাজেরা খাতুনের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মির্জাপুর গ্রামের হাজেরা খাতুন ওরফে পলিয়ারা এবং একই এলাকার বরাকিব হোসেন। শিবগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশের ভার প্রাপ্ত কর্মকর্তা বাবুল উদ্দীন সরদার প্রেস নোটে জানান, প্রতিদিন মাদক অভিযানে গোয়েন্দার পুলিশের সদস্যরা অভিযানে যায়। তারই ধারাবাহিকতায় এ অভিযানে গেলে গোপন সংবাদে তারা জানতে পারেন, মির্জাপুর এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে হাজেরা খাতুনের বাড়ি থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয় এবং সেখান থেকে হাজেরা ও বরাকিবকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত।

(ঢাকাটাইমস/৮মার্চ/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল
চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, ৬৮.৪৫ শতাংশ পাস
নদী ভাঙনে ধসে পড়ল ফেনীর সোনাগাজীর ৩ সড়ক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা