হাসপাতাল থেকে বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২১, ১৫:১৬| আপডেট : ১৭ মার্চ ২০২১, ১৫:৪৩
অ- অ+

হবিগঞ্জ সদর হাসপাতালে মুক্তিযোদ্ধা ওয়ার্ডের দরজা ভেঙে বীরেশ দাশ (৬৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃতদেহ উদ্ধার করছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় এ মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত বীরেশ দাশ জেলার বানিয়াচং উপজেলার নজিরপুর গ্রামেন মৃত মহেশ দাশের ছেলে।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বীরেশ দাশ গত ১ মার্চ কিডনি জনিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি ছিলেন। গত মঙ্গলবার রাতে বীরেশ দাশের পরিবার তাকে একা রেখে বাসায় চলে যান। সকালে তার ছেলে বিজয় দাশ এসে দেখতে পান দরজা বন্ধ। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে।

নিহত মুক্তিযোদ্ধার ছেলে বিজয় দাশ বলেন, বাবাকে সদর হাসপাতালে কিডনিজনিত রোগে ভর্তি করি। মঙ্গলবার রাতে তাকে মুক্তিযোদ্ধা ওয়ার্ডে রেখে বাসায় চলে যাই। সকালে এসে দেখি ওয়ার্ডের রুম বন্ধ। পরে পুলিশ এলে দরজা ভেঙে দেখি বেডের নিচে রক্তাক্ত অবস্থায় পরে আছেন বাবা।

এ বিষয়ে হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিন বলেন, বীর মুক্তিযোদ্ধা বীরেশ দাশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৭মার্চ/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনার নাছিরপুর খাল উন্মুক্ত, ২০ গ্রামের মানুষের উচ্ছ্বাস 
জুলাই নিয়ে অপপ্রচারের মাধ্যমে শহীদদের অপমান করছে আ.লীগ: রাশেদ প্রধান
চার উইকেটের পতন, শ্রীলঙ্কাকে চাপ বাংলাদেশের
অপতথ্য মোকাবিলায় জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা