সনাতন ধর্মালম্বীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মার্চ ২০২১, ২০:০২

সুনামগঞ্জের শাল্লাসহ সারাদেশে সনাতন ধর্মালম্বীদের মন্দির, বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, সদর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনববগঞ্জ জেলা শাখার আহবায়ক ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- দিলীপ কুমার রায়, স্বপন কুমার ঘোষ, ধনঞ্জয় চ্যাটার্জিসহ জেলা শাখা, সদর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে সংখ্যালঘুদের উপর সব ধরনের নির্যাতন বন্ধে নতুন করে আইন তৈরি ও হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :