ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুরের মন্দির পরিদর্শনে মোদি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২১, ১২:৫৫
অ- অ+

গোপালগঞ্জের কাশিয়ানির ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের মন্দির পরিদর্শনে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে তিনি হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা অর্চনা করেন। এখন মতুয়া সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করছেন।

শনিবার সকাল সাড়ে ১২টার দিকে ওড়াকান্দিতে পৌঁছান তিনি। ওড়াকান্দিতে যাওয়ার আগে সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা-প্রার্থনা করেন নরেন্দ্র মোদি। এরপর গোপালগঞ্জের উদ্দেশে রওয়ানা হন।

সাড়ে ১১টার দিকে নরেন্দ্র মোদি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন। এরপর বঙ্গবন্ধু ভবনের পাশে একটি বকুল গাছের চারা রোপণ করেন তিনি।

বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স পরিদর্শন শেষে গোপালগঞ্জের ওড়াকান্দির উদ্দেশে রওনা হন মোদি। সেখানে মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দেন। এরপর মতুয়া সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করবেন।

দুপুরে ঢাকায় ফেরার পর বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিক আলোচনা করবেন মোদি। তার আগে দুই প্রধানমন্ত্রী একান্তে আলোচনা করবেন। সবশেষে নরেন্দ্র মোদি বঙ্গভবনে যাবেন। সন্ধ্যায় সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ছেড়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী।

ঢাকাটাইমস/২৭মার্চ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, জাতির সামনে উপস্থাপন ৫ আগস্ট
সালথায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহিন গ্রেপ্তার
সাংবাদিক কাদের গনি চৌধুরীকে দেখতে হাসপাতালে পেশাজীবী নেতৃবৃন্দ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা