সূচ‌কের বড় পত‌নে চল‌ছে লেন‌দেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২১, ১১:০৭

সূচকের বড় পত‌নের মধ্য দিয়ে দেশের দুই পুঁজিবাজারে চলছে লেনদেন।

সপ্তাহের প্রথম কার্যদিবস র‌বিবার লেনদেন শুরুর পর থেকে প্রথম এক ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১৩০ কোটি টাকা। এই সময়ে ক‌মেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১১ পয়েন্ট ক‌মে অবস্থান করছে পাঁচ হাজার ১৫৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২৪ প‌য়েন্ট ক‌মে অবস্থান করছে এক হাজার ১৭৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪৯ পয়েন্ট ক‌মে অবস্থান করছে এক হাজার ৯৩৩ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ১৩০ কোটিয় ৮৯ লাখ ৩২ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৭৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭টির। কমেছে ২২৪টির। অপরিবর্তিত রয়েছে ৪৫ টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পত‌নে ক‌মেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। শেষ কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১০৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০টির। কমছে ৯২টির। আর দর অপরিবর্তিত আছে ৭টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ৯ কোটি ৭০লাখ ৫৫ হাজার ৮১৪টাকা।

(ঢাকাটাইমস/৪এ‌প্রিল/এসআই/কেআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :