এবার আইপিএল জিতবে দিল্লী: পন্টিং

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২১, ১৬:১০
অ- অ+

আর মাত্র কয়েকদিন পরেই পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেটীয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল)। গত আসরের ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে গেলেও এবার শিরোপা জিততে আত্ববিশ্বাসী দিল্লী ক্যাপিটালস। আসন্ন এই টুর্নামেন্টে তারাই এবার শিরোপা জিতবে বলে মনে করছেন দলটির হেড কোচ রিকি পন্টিং। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ কথাই জানান তিনি।

এ বিষয়ে পন্টিং বলেন, ‘আমি মনে করি, দিল্লী এবার আইপিএল জিতবে। এটা পরিষ্কার। গত কয়েক মৌসুমের রেকর্ডও এ কথাই বলবে। এটা (শিরোপা) জিততেই খেলোয়াড়রা এসেছে, আমিও এখানে এ কারণেই আছি। আমাদের আজকেও কথা হয়েছে এবং সবাই জেতার কথাই বলেছে বারবার।’

তিনি আরও বলেন, ‘সবার কথা একটাই, গতবারের চেয়ে এক ধাপ ওপরে যেতে হবে এবার। তবে এবার গুরুত্বপূর্ণ বিষয় হলো, গতবারের চেয়ে এবারের দলটা বেশ আলাদা। এখন গতবছর যা হয়েছে সেটা গুরুত্ব রাখে না, আমাদেরকে এ বছর করে দেখাতে হবে। যাতে আমরা কোয়ালিফাই করার মতো যথেষ্ঠ ম্যাচ জিতি এবং পরে ফাইনাল জিততে পারি।’

এদিকে ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন দলীয় অধিনায়ক শ্রেয়াস আইয়ার। নতুন দায়িত্বে পান্তকে দেখতে মুখিয়ে রয়েছেন পন্টিং। তিনি বলেন, ‘শেষ কিছু দিন ধরে কথা হয়েছে পন্থের সঙ্গে। ওর সঙ্গে কথা বলে প্রথম ম্যাচের আগে সব কিছু বুঝিয়ে দেওয়া গেলে কোনও অসুবিধা হবে না। কোনও চিন্তা থাকবে না প্রতিযোগিতায়। আইপিএল শুরু হয়ে যাওয়ার পর অধিনায়ককে একাধিক তথ্য দিলে সে বিভ্রান্ত হয়ে যেতে পারে। ’

দিল্লির সম্ভাব্য একাদশ:

শিখর ধাওয়ান, পৃথ্বি শ, অজিঙ্কা রাহানে, রিশাভ পান্ত (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্কাস স্টোনিস, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, এনরিচ নরকিয়া এবং উমেশ যাদব।

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই আন্দোলনে শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিলেন তারেক রহমান
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার ‎
জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে: রিজভী 
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি: মান্না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা