ভোলায় মাথাবিহীন দুই পোড়াদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২১, ১৮:২৮
অ- অ+

ভোলার চরফ্যাসন উপজেলায় অজ্ঞাত দুই ব্যক্তির মাথাবিহীন পোড়াদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আসলামপুর ইউনিয়নের ভুঁইয়ারহাট সুন্দরিখাল এলাকার একটি সুপারি বাগান থেকে লাশ দুটির পোড়া অংশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপু‌রের দিকে স্থানীয় দুই যুব‌কের মাথাবিহীন পেড়ানো দেহ বাগা‌নে দে‌খতে পেয়ে স্থানীয়রা পু‌লিশকে খবর দেয়। খবর পে‌য়ে পুলিশ গিয়ে লাশ দু‌টির দেহাবশেষ উদ্ধার ক‌রে। মাথা দুটি বিচ্ছিন্ন থাকায় দুজনের কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের আনুমা‌নিক বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা প্রথমে দুইজনকে গলাকেটে হত্যা করে মাথা নিয়ে যায়। পরে দেহ দুটি আগুনে পুড়িয়ে ফেলে। বুধবার রাতের কোনো এক সময় পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চরফ্যাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া জানান, অগ্নিদগ্ধ দেহাবশেষ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

ঢাকাটাইমস/৮এপ্রিল/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা