চাটমোহরে ফেনসিডিলসহ বাবা ও দুই ছেলে আটক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২১, ১৯:১২
অ- অ+

পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবাসহ মাদক কারবারি বাবা ও তার দুই ছেলেকে আটক করেছে পুলিশ। বুধবার রাত আড়াইটার দিকে পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিদ্দিকুর রহমান, তার দুই ছেলে শিমুল সিদ্দীকি ও শিবুল সিদ্দিকী।

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় ফেনসিডিল ও ইয়াবা বিক্রি করে আসছিল সিদ্দিকুর রহমান ও তার দুই ছেলে। বিষয়টি গোপন সংবাদে জানার পর বুধবার রাতে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। পরে ঘর তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল এবং ২৫টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

ঘটনার ব্যাপারে চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বাবা-ছেলে সবাই মাদক ব্যবসায়ী। তাদের আটকের পর থানায় মামলা করে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইংরেজি ভাষা আয়ত্বের বিকল্প নেই: এডাস্ট চেয়ারম্যান
সোনারগাঁয়ে বিএনপির প্রচারপত্র বিলি অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল
মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে জড়ানো রাজনৈতিক ষড়যন্ত্র: আমিনুল হক
প্রকাশ্যে মাথা থ্যাঁতলে হত্যা: ‘ফাইসা গেছি’, বললেন রবিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা