কাউন্সিলরের বিরুদ্ধে আত্রাই নদীর মাটি বিক্রির অভিযোগ

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২১, ২১:৩৬
অ- অ+

নাটোরের সিংড়া পৌরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে লাখ লাখ টাকার মাটি বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আওয়াল রিংকু মাদ্রাসার নামে আত্রাই নদী থেকে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে ট্যাক্টর যোগে বাড়ি বাড়ি বিক্রয় করছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সরোজমিনে গিয়ে দেখা যায়, সিংড়ার মহেশচন্দ্রপুর এলাকায় আত্রাই নদীতে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে বেশ কয়েকটি ট্যাক্টর যোগে বাড়ি বাড়ি মাটি বিক্রয় করা হচ্ছে। স্থানীয় মো. রজব আলী মোল্লার ২৩ শতক জায়গায় দেড় লক্ষাধিক টাকার বিনিময়ে নদী থেকে মাটি নিয়ে ভরাট কাজ চলছে।

স্থানীয়রা জানায়, ক্ষমতাসীন দলের পৌর কাউন্সিলর আব্দুল আওয়াল রিংকু অবৈধভাবে এই মাটি বিক্রয় করছেন।

এ বিষয়ে অভিযুক্ত কাউন্সিলর আব্দুল আওয়াল রিংকু নদী থেকে মাটি কাটার বিষয়টি স্বীকার করেন। বলেন, ‘মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কল্পে এই মাটি কাটা হচ্ছে।’

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম বলেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে সহকারী কমিশনার ভূমিকে পাঠানো হয়েছে। বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের মাটি বেঁচে দেন পৌর কাউন্সিলর আব্দুল আওয়াল রিংকু। পরে মাটি ফেরত দিয়ে রেহাই পান তিনি।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা