ফরিদপুরে করোনায় আরো দুইজনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২১, ১৩:৪৭| আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৩:৫৯
অ- অ+

করোনায় গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় ১৩৩ জনের মৃত্যু হলো।

ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত নয় হাজার ২৬৭ জন করোনা আক্রান্ত রোগীর বিপরীতে সুস্থ হয়েছেন আট হাজার ৫৬৭ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৫৪৭ জন।

সরকারি এই স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, ফরিদপুরে করোনা আক্রান্তের হার শতকরা ২১.১২ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

এ বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বৈশ্বিক দুর্যোগ করোনার প্রাদুর্ভাব থেকে নিজের সুরক্ষা এবং অন্যের সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর কোনো বিকল্প নেই। একটা জিনিস আমাদের সকলেরই মনে রাখা উচিত, করোনা একটি জীবন মরণ সমস্যা। এখনো এর চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়নি। সবেমাত্র ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এক্ষেত্রে সকলের সর্বোচ্চ সচেতনতা ছাড়া কেবলমাত্র আইন প্রয়োগ করে এবং বিধিনিষেধ আরোপ করে এই দুর্যোগ মোকাবিলা করা খুবই দুরূহ ব্যাপার। ফরিদপুরের সকল মানুষকে বলবো সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলুন। খুব জরুরি প্রয়োজন ব্যতীত ঘর হতে বের হওয়া থেকে বিরত থাকুন। ঘরের বাইরে সকল সময়ই মাস্ক পরুন। উপসর্গ দেখা দেয়া মাত্র চিকিৎসকের পরামর্শ নিন। নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচতে দিন।’

তিনি আরও বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা জেলাজুড়ে ১৫টি মোবাইল টিম করে দিয়েছি। তারা মানুষকে সচেতন করতে চেষ্টা করছে, পাশাপাশি মাস্ক বিতরণ করা হচ্ছে।’

(ঢাকাটাইমস/১১এপ্রিল/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা