উন্নয়ন কাজ লকডাউনেও চলবে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২১, ১৬:৩৫
অ- অ+

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় দফায় লকডাউন জারি করলেও দেশের কোথাও উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ থাকবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রবিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন তিনি।

দীর্ঘ এক মাসের বিদেশ সফর শেষে সম্প্রতি তিনি দেশে ফিরেছেন মন্ত্রী। বর্তমানে তিনি বাসায় থেকেই করছেন মন্ত্রণালয়ের কাজ।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে সরকার ও প্রধানমন্ত্রীর প্রধান দায়িত্ব মানুষকে সুরক্ষা দেয়া। এই সরকার সবচেয়ে উন্নয়নবান্ধব সরকার এবং ভয়ঙ্কর রকমের একটা উন্নয়নের গতি তুলে এনেছিল। কিন্তু নিঃসন্দেহে এই মুহূর্তে মানুষ বাঁচানোর প্রয়োজনে মনোযোগের দিক থেকে স্বাভাবিকভাবে উন্নয়ন প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে নেমে যাবে। তবে এটুকু বলতে পারি, আমরা দুটি কাজই করবো।’

তিনি বলেন, ‘আমরা সর্বশক্তি দিয়ে করোনাকে মোকাবিলা করবো। অবহেলা করবো না কাউকে। দ্বিতীয় শক্তি দিয়ে সচল রাখবো উন্নয়নকে, যাতে উন্নয়নের গতিবিধি ফল না করে, সেদিকে আমাদের সার্বিক প্রচেষ্টা অব্যাহত থাকবে, নজরদারিও থাকবে।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/আরকে/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬
বিএনপি ক্ষমতায় গেলে চব্বিশের শহীদদের নামে হবে স্থাপনা-সড়কের নাম: তারেক রহমান
হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা