করোনায় আক্রান্ত খালেদার সুস্থতা কামনা ন্যান্সির

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২১, ১২:২৫| আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৩:৪৪
অ- অ+

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী (সাবেক) তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মহামারি করোনাভাইরাসে আক্রান্ত। ইতোমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিএনপি নেত্রীর সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

‘খালোদা জিয়া করোনায় আক্রান্ত’- একটি নিউজ পোর্টালের করা এমন একটি সংবাদ গায়িকা ন্যান্সি তার ভেরিভায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ম্যাডামের অতিদ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ পাক সহায়। বাংলার কোটি জনতার দোয়া আপনার সাথে আছে।’

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই কণ্ঠশিল্পীর পোস্টটি কয়েক ঘণ্টার মধ্যে ভাইরাল হয়ে গেছে। সেখানে লাইক পড়েছে আট হাজারের বেশি। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে মন্তব্য করেছেন বহু মানুষ।

গায়িকা ন্যান্সি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর তিনি দলটির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতি নির্বাচন হন। তবে এখনো তিনি একই দায়িত্বে আছেন কি না জানা যায়নি।

প্রসঙ্গত, কয়েক দিন ধরে খালেদা জিয়া জ্বরে ভুগছেন। তিনি করোনা সংক্রমিত কি না জানতে শনিবার বিকালে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর ঢাকার স্বনামধন্য একটি হাসপাতালে তার করোনা পরীক্ষা সম্পন্ন হয়। সেই পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

ঢাকাটাইমস/১২এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
নড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: ডিবির অভিযানে আরও দুইজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা