শুভকে ‘বেয়াদব’ বললেন নির্মাতা সোহান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২১, ১৩:৫৩
অ- অ+

অনেক পুরোনো একটি ঘটনার প্রসঙ্গ টেনে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নায়ক আরেফিন শুভকে ‘বেয়াদব’ বললেন খ্যাতিমান নির্মাতা ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সভাপতি সোহানুর রহমান সোহান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শুভর ওপর এই ক্ষোভ ঝাড়েন তিনি।

‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত নির্মাতা সোহানুর রহমান সোহান জানান, আরেফিন শুভকে নিয়ে তিনি ‘জেদী’ শিরোনামে একটি সিনেমার কাজ শুরু করেছিলেন। অর্ধেক অংশের শুটিং হলে নির্মাতা অসুস্থ পড়েন। যার কারণে কয়েকদিনের জন্য বন্ধ রাখেন সিনেমার শুটিং। সুস্থ হওয়ার পর নায়ক শুভর কাছে পুনরায় শুটিং শুরু করার জন্য শিডিউল চাইলে তিনি নাকি তা দেননি।

নির্মাতার ভাষায়, ‘ইন্ডাস্ট্রিতে এসে চরম এক বেয়াদব পেয়েছি। সে হলো আরেফিন শুভ। তার জন্য আমার একটি সিনেমার কাজ শেষ হল না। তাকে আমি শুটিং শুরুর কয়েকদিনের মধ্যেই পুরো পারিশ্রমিক দিয়েছিলাম। এরপর আমি যখন অসুস্থ হয়ে পড়লাম, তখন তার শিডিউলের মধ্যে পাচঁদিন শুটিং করে বন্ধ করে দিয়েছিলাম। আমার শরীর নিতে পারছিল না, তাই বন্ধ করেছিলাম।’

তিনি বলেন, ‘সুস্থ হয়ে শুভর কাছে গিয়েছিলাম। সে ডেট নিয়ে আমাকে ঘোরাচ্ছিল। কারণ জানতে চাইলে শুভ বলে, আপনার তো শিডিউল শেষ হয়ে গেছে। আপনি তো কাজ করলেন না। তখন আমি বলি, আমার অসুস্থতার খবর তুমি জানো না? তারপর সে বলে, আপনি অসুস্থ তাতে আমার কী? এই কথাটি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আমি সারাজীবন কথাটি মনে রাখব।’

ক্ষোভ প্রকাশ করে সোহানুর রহমান সোহান আরও বলেন, ‘শুভর কোনো ক্ষতি করতে চাইনি। তবে ও যতদিন ইন্ডাস্ট্রিতে থাকবে, ততদিন ইন্ডাস্ট্রির ক্ষতি হবে। কারণ ওর একটা সিনেমাও ব্যবসা করতে পারেনি। ওর মতো খারাপ, বাজে ছেলেকে নিয়ে আমি আর কোনোদিন কাজ করব না।’

প্রসঙ্গত, নায়ক আরেফিন শুভ বর্তমানে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’র শুটিং নিয়ে ব্যস্ত। নির্মাতা সোহানুর রহমান সোহানের বলা কথাগুলো তার কান পর্যন্ত হয়তো পৌঁছেছে নয়তো না। যদি পৌঁছায় তবে তিনি এর কী ব্যাখ্যা দেন, আপাতত সেদিকে তাকিয়ে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নায়কের ভক্তরা।

ঢাকাটাইমস/১২এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা