পাকিস্তানকে হারিয়ে সিরিজ সমতায় দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ১২:১৯| আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৩:০১
অ- অ+

চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফররত পাকিস্তানকে হেলে-খেলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে বাবর আজম বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪ ওভার ব্যাট করে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

এ জয়ের ফলে ১-১ ব্যবধানে সিরিজ সমতায় ফিরল প্রোটিয়ারা। এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দারুণ এক জয় তুলে নেয় সফরকারীরা। ওই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ১৮৯ রানের টার্গেট ছুড়ে দেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে রিজওয়ানের ব্যাটিং দক্ষতায় ৪ উইকেটের জয় পায় পাকিস্তান।

দ্বিতীয় ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। অধিনায়ক বাবর আজমই কেবল লড়াই করলেন। ৫০ বল খেলে তিনি করেন ৫০ রান। এছাড়া ২৩ বলে ৩২ রান করেন মোহাম্মদ হাফিজ।

আগের ম্যাচের জয়ের নায়ক মোহাম্মদ রিজওয়ান আউট হয়েছেন শূন্যরানেই। শারজিল খান ফেরেন ৮ রানে। হায়দার আলি করেন ১২ রান। আর কেউই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেনি।

প্রোটিয়াদের মধ্যে জর্জ লিন্ডে ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। লিজাড উইলিয়ামস ৩৫ রানে নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন তাবরিজ শামসি এবং সিসান্দা মাগালা।

জবাবে ব্যাট করতে নেমে এইডেন মারক্রাম এবং জানেমান মালানের শুরুটা ছিল দুর্দান্ত। ৪.৩ ওভারে ৪৪ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা। ১০ বলে খেলে ১৫ রান করেন মালান। তবে ৩০ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন এইডেন মারক্রাম।

উইহান লুব খেলেন ৭ বলে ১২ রানের ইনিংস। অধিনায়ক হেনরিক ক্লাসেন অপরাজিত থাকেন ২১ বলে ৩৬ রানে। জর্জ লিন্ডেও ১০ বলে ২০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এখনই, ৬০ ব্রিটিশ এমপির খোলা চিঠি
গোসলের পর ওজু করতে হবে কি? ইসলামী বিধান যা বলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা