ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় দুজন নিহত

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ১৪:৪১| আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৪:৪৯
অ- অ+

সাভারে পেঁয়াজবোঝাই একটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। হতাহত সবাই প্রাইভেট কারের যাত্রী। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার দোহার থানার ফেরদৌস আলমের স্ত্রী পুতুল বেগম (২৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার ঠান্ডা পশ্চিমপাড়া গ্রামের মিলন খাঁর ছেলে জামাল খাঁ (৩২)। আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের সালেহপুর সেতুর ওপর দাঁড়িয়ে থাকা একটি পেঁয়াজবোঝাই ট্রাকের পেছনে রাজধানীগামী দ্রুতগতির প্রাইভেট কারটি ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন গাড়ির ভেতর থেকে দুটি মরদেহ উদ্ধার করে। আহত তিনজনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাদ করিম জানান, নিহতদের লাশ উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় আনা হয়েছে। একইসঙ্গে পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা