এক চাকার যান, চার্জে চলবে ১০০ কিলোমিটার

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২১, ১৪:২৩
অ- অ+

এই প্রথম এক চাকার যান আনল বাংলাদেশের দারাজের মালিকানাধীন প্রতিষ্ঠান আলী বাবা গ্রুপ। ব্যাটারি চালিত বিশেষ এই যান এক চার্জে চলবে টানা ১০০ কিলোমিটার।

আলিবাবার এই ই-যান নিয়ে আগ্রহ তুঙ্গে বাইকপ্রেমীদের। এই ধরনের যান তো সার্কাসে দেখা যায়। তবে সংস্থার দাবি, ব্যস্ত সড়কেও চালাতে পারবেন এই ই-যান।

বাইকটি চালাতে গেলে চালককে সামনের দিকে ঝুঁকতে হবে। পিছনে ঝুঁকলে গতি কমবে বাইকের।

স্টিল ট্রেলিস ফ্রেমের সঙ্গে ফক্স ফুয়েল ট্যাঙ্ক রয়েছে এই ই-যানে। ওয়েল ট্যাঙ্কের ডিজাইন একেবারে ডুকাটি মনস্টারের মতো। লাল ট্রেলিস ফ্রেম গাড়িটিকে একটা শক্তপোক্ত লুক দিয়েছে। এক চাকার যান হলেও পিছনেও বসার জায়গা থাকছে। তবে তা কতটা কার্যকরী, এনিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

ই-যানটিতে ব্যবহার করা হয়েছে প্যানাসোনিক ব্যাটারি। প্রতিষ্ঠানটির দাবি, একবার চার্জে ৬০-১০০ কিলোমিটার চালানো সম্ভব। ফুলচার্জ হতে সময় লাগে ৩ থেকে ১২ ঘণ্টা।

ই-বাইকে রয়েছে ২,০০০ ওয়াটের ইলেকট্রিক মোটর। সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৪৮ কিলোমিটার। অন্যান্য বাইকের তুলনায় অনেকটাই হালকা এই যান। ওজন মাত্র ৪০ কিলোগ্রাম।

এই ই-যানের এক্স-শোরুমের দাম ১৫০০ মার্কিন ডলার।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেনী সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
পল্লবীতে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী জয় ফালান গ্রেপ্তার, দেশীয় অস্ত্র-মাদক উদ্ধার
একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি
চলচ্চিত্র নির্মাণে ৪০ লাখ টাকা সরকারি অনুদান পেলেন জবির তিন শিক্ষার্থী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা