বিশ্ব অ্যামেচার রেডিও দিবস আজ

আসাদুজ্জামান, সিনিয়র রিপোর্টার, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২১, ০৯:২৪| আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০৯:২৫
অ- অ+

আজ ১৮ এপ্রিল বিশ্ব অ্যামেচার রেডিও দিবস। এবারের প্রতিপাদ্য ‘অ্যামেচার রেডিও: হোম বাট নেভার অ্যালোন’।

১৯২৫ সালের এই দিনে ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক অ্যামেচার রেডিও ইউনিয়ন (আইএআরইউ) প্রতিষ্ঠিত হয়। এরপর প্রতিবছর এই দিনটিতে বিশ্বব্যাপী অ্যামেচার রেডিও দিবস হিসেবে পালন করা হয়। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটিকে উদযাপন করতে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দিনটি উদযাপন করতে অনুষ্ঠানিক কোনো কর্মসূচী রাখেনি। তবে দেশের অ্যামেচার রেডিও অপারেটরদের সংগঠনগুলো অনলাইনে, রেডিওতে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।

অ্যামেচার রেডিও সোসাইটি অব বাংলাদেশ (এআরএসবি) দিনটি পালন করতে ভার্চুয়ালে আলোচনা সভার আয়োজন করেছে। এছাড়াও থাকছে বিশেষ রিলে নেট এবং লকডাউন রেডিও মোমেন্টের ছবি প্রকাশের প্রতিযোগিতা।

প্রাকৃতিক দুর্যোগের সময় প্রচলিত টেলিকম নেটওয়ার্ক বিধ্বস্ত হয়। এ সময় দুর্যোগের ক্ষয়ক্ষতি ও উদ্ধারকারীদের সাহায্যের জন্য রাষ্ট্রের অঘোষিত দূত হিসেবে কাজ করেন একজন অ্যামেচার রেডিও অপারেটর বা হ্যাম।

বাংলাদেশে অ্যামেচার রেডিও চর্চা শুরু হয় ১৯৯১ সালে। ওই বছর সাবেক বাংলাদেশ তরঙ্গ ও বেতার বোর্ডের ১৮ তম সভায় দেশে প্রথম অ্যামেচার রেডিও সার্ভিস চালু করা হয়। বর্তমানে বাংলাদেশ চার শতাধিক লাইসেন্স প্রাপ্ত অ্যামেচার রেডিও অপারেটর আছেন। পরীক্ষার মাধ্যমে এই রেডিও ব্যবহারের লাইসেন্স দেয় বিটিআরসি।

অ্যামেচার রেডিও সাধারণত নির্দিষ্ট বেতার তরঙ্গে অবাণিজ্যিকভাবে তথ্য আদান প্রদান, গবেষণা, ব্যক্তিগত প্রশিক্ষণ এবং জরুরি অবস্থায় ব্যবহৃত একটি টেলিযোগাযোগ সার্ভিস।

‘অ্যামেচার’ শব্দটি সাধারণত আর্থিক সংশ্লিষ্টতাবিহীন সম্পূর্ণ ব্যক্তিগতভাবে প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে আগ্রহী ব্যবহারকারীকে বাণিজ্যিক ব্রডকাস্টিং, জননিরাপত্তা প্রদানকারী সংস্থা অথবা পেশাদার টু-ওয়ে সার্ভিস হতে পৃথক করার জন্য ব্যবহার করা হয়।

প্রাকৃতিক দূর্যোগ কিংবা জরুরি অবস্থায় অ্যামেচার রেডিও সার্ভিস টেলিযোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ভূমিকা রাখে। অ্যামেচার রেডিও অপারেটরদের হ্যাম বলা হয়। প্রত্যোক হ্যামের একটি ইউনিক ‘কল সাইন’ রয়েছে। এই কল সাইন দিয়েই তিনি রেডিওর মাধ্যমে অন্য হ্যামদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।

বিশ্ব অ্যামেচার রেডিও দিবস আজ। ১৯২৫ সালের ১৮ এপ্রিল ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অ্যামেচার রেডিও ইউনিয়ন (আইএআরইউ)। এই দিনকে কেন্দ্র করে বিশ্বব্যাপী অ্যামেচার রেডিও দিবস পালন করা হয়। নানা কর্মসূচিতে দিবসটিকে পালন করা হচ্ছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে অনুষ্ঠানিক কোনো কর্মসূচি নেয়া হয়নি এবার। তবে অ্যামেচার রেডিও অপারেটরদের সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

জানা যায়, প্রাকৃতিক দুর্যোগের সময় প্রচলিত টেলিকম নেটওয়ার্ক বিধ্বস্ত হয়। সে সময় দুর্যোগের ক্ষয়ক্ষতি ও উদ্ধারকারীদের সাহায্যের জন্য একজন অ্যামেচার রেডিও অপারেটর বা হ্যাম রাষ্ট্রের অঘোষিত দূত হিসেবে কাজ করেন।

১৯৯১ সালে বাংলাদেশে অ্যামেচার রেডিও চর্চা শুরু হয়। সাবেক বাংলাদেশ তরঙ্গ ও বেতার বোর্ডের ১৮তম সভায় বাংলাদেশে প্রথম অ্যামেচার রেডিও সার্ভিস চালু করা হয়। বর্তমানে বাংলাদেশ প্রায় চার শতাধিক লাইসেন্সপ্রাপ্ত অ্যামেচার রেডিও অপারেটর আছেন। বিটিআরসি পরীক্ষার মাধ্যমে এই রেডিও ব্যবহারের লাইসেন্স দেয়।

অ্যামেচার রেডিও একটি বিজ্ঞানমনস্ক শখ। এটি একটি শখ হলেও এর মাধ্যমে দুর্যোগকালীন সময়ের খুব দ্রুত যোগাযোগ রক্ষা করা যায়। একজন অ্যামেচার রেডিও অপারেটর রেডিও ট্রান্সমিটার ও রিসিভারের মাধ্যমে দেশে-বিদেশে যোগাযোগ করেন। এ্যামেচার রেডিও অপারেটদের বলা হয় হ্যাম (HAM) বলা হয়।

বর্তমানে সারা পৃথিবীতে হ্যাম রেডিও অপারেটরের সংখ্যা ২৫ লাখের ও বেশী। একটি ব্যক্তিগত অ্যামেচার রেডিও ষ্টেশন বিভিন্ন ধরণের রেডিও ট্রান্সমিটার ও রিসিভারের সাহায্যে গড়ে উঠে।

‘পাবলিক সার্ভিস’ অ্যামেচার রেডিও সার্ভিসের একটি উল্লেখযোগ্য দিক। দেশে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে জরুরি যোগাযোগ ব্যবস্থা স্থাপনে অ্যামেচার রেডিও অপারেটররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিভিন্ন বড় বড় স্পোর্টস বা ম্যারাথন প্রতিযোগিতাসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে রেডিও অ্যামেচাররা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। অনেক দেশে এ সব অপারেটটররা পুলিশ প্রশাসনকেও সাহায্য করে থাকেন।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা