নবী-রশিদদের সঙ্গে রোজা রাখলেন ওয়ার্নার-উইলিয়ামসন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২১, ১৭:০২
অ- অ+

রোজা রেখেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএলে) সানরাইজার্স হায়দরাবাদের জার্সিগায়ে প্রতিনিধিত্ব করছেন আফগানিস্তানের তিন ক্রিকেটার মোহাম্মদ নবী, রশিদ খান এবং মুজিব-উর-রহমানরা। এবার তাদের সঙ্গে রোজা রাখলেন দলীয় অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও কেইন উইলিয়ামসন। রশিদ নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রশিদের স্টোরিতে দেখা যায় যে তিনি ইফতার করতে বসেছেন। আর সেখানে তার সঙ্গে যোগ দিয়েছেন ওয়ার্নার আর উইলিয়ামসনও। ভিডিওতে রশিদ প্রথমে ওয়ার্নারকে জিজ্ঞাসা করলেন, ‘ডেভ, তোমার রোজা রাখা কেমন চলছে?’

ওয়ার্নার বলেন, ‘বেশ ভালো। তবে আমি অনেক তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত।’এরপর উইলিয়ামসনের দিকে ক্যামেরা তাক করে রশিদ জিজ্ঞেস করলেন, ‘কেইন, কেমন অনুভব করছ?’

উইলিয়ামসন বৃদ্ধাঙ্গুলি দিয়ে ‘গুড লাক’ চিহ্ন দেখিয়ে বললেন, ‘খুব ভালো বোধ করছি, ধন্যবাদ।’

ভিডিওর শেষদিকে আফগান লেগ স্পিনার বলেন, ‘বন্ধুরা, এই দুই কিংবদন্তি আজ আমাদের সঙ্গে না খেয়ে আছে। এদের আমাদের সঙ্গে ইফতারির টেবিলে পেয়ে ধন্য মনে করছি।’ পাশ দিয়ে ওয়ার্নার বলে উঠলেন, ‘অনেক, অনেক কঠিন কাজ!’

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা