১২৯ কোটি টাকা লেনদেন করে শীর্ষে বেক্সিমকো

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২১, ১৩:০২| আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৩:৩৭
অ- অ+

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। এদিন কোম্পানিটির মোট ১২৯ কোটি ৯০ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এ দিন কোম্পানিটি এক কোটি ৪৯ লাখ ৪৬ হাজার ৯১টি শেয়ার হাতবদল করেছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৬.১০ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ২২ লাখ ২৮ হাজার ১৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৩ কোটি দুই লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯২ টাকা ৩০ পয়সা।

বিডি ফাইন্যান্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৯৪ লাখ ৪৬ হাজার ৮৫০টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৩৪ কোটি ৮৩ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৬.২০ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড এবং অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডি ।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এসআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা