ফ্লাইট শুরু হলেও ২০ দেশের ওপর নিষেধাজ্ঞা থাকবে সৌদির

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২১, ১৩:৪৭| আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৪:৩০
অ- অ+

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স আগামী ১৭ মে থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। তবে যে ২০ দেশের ওপর সৌদির ভ্রমণ নিষেধাজ্ঞা জারি রয়েছে সেসব দেশের নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সৌদিয়া এয়ারলাইন্স তাদের টুইটারে এক নাগরিকের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছে। খবর সৌদি গেজেটের

সৌদিয়ার বিবৃতিতে বলা হয়েছে, স্বাগত আমাদের প্রিয় অতিথিরা। আন্তর্জাতিক ফ্লাইট ১৭ মে রাত একটা থেকে শুরু হচ্ছে। কিন্তু এই সিদ্ধান্ত ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা ২০ দেশের ওপর কার্যকর হবে না।

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৩ ফেব্রুয়ারি ওই ২০ দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে সৌদি। দেশগুলো হলো- আর্জেন্টিনা, আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ভারত, জাপান, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইস কনফেডারেশন, ফ্রান্স, লেবানন এবং মিশর।

যদি কোনো ব্যক্তি সৌদি প্রবেশের আগে ১৪ দিনের মধ্যে এসব দেশ ভ্রমণ করে তাহলে তাদের ওপরও নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ঢাকাটাইমস/২১এপ্রিল/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগে আসছে নতুন পরিকল্পনা
পৃথিবীর সর্বোচ্চ দামে পৌঁছাল বিটকয়েন, মূল্য ছাড়ালো ১ লাখ ২০ হাজার ডলার
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেপ্তার
২০ জুলাই থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: বিআরটিএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা