ভোলায় পেটের ব‌্যথায় কি‌শোরীর আত্মহত‌্যা

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২১, ২১:১৯
অ- অ+

ভোলার দৌলতখান উপজেলায় দীর্ঘ দিনের পেটের ব‌্যথা সইতে না পে‌রে মালা আক্তার (১৬) না‌মে এক কি‌শোরী গলায় ফাঁস দি‌য়ে আত্মহত‌্যা ক‌রে‌ছে। নিহত মালা আক্তার উপ‌জেলার চর খ‌লিফা ইউ‌নিয়‌নের ৩ নম্বর ওয়া‌র্ডের কলা‌কোপা গ্রা‌মের মো. মাইনউদ্দি‌নের মে‌য়ে। শ‌নিবার রা‌ত পৌ‌নে ১২টার দি‌কে তার বাড়ির পুকুরপাড়ে একটি গাছ থেকে পু‌লিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার ক‌রে।

পু‌লিশ ও স্থানীয়রা সূত্র জানায়, নিহত কি‌শোরী মালা আক্তার পে‌টের ব‌্যথায় ভুগছিলেন। তার বাবা স্থানীয় চি‌কিৎসকের পরাম‌র্শে ওষুধ খাওয়া‌লেও তার পেটের ব্যথা ভালো হয়নি। সর্বশেষ শ‌নিবার সকাল থে‌কে তার ব‌্যথা বে‌ড়ে যায়। প‌রে ওষুধ খে‌লেও তা ক‌মে‌নি। তার প‌রিবা‌রের ধারণা ব‌্যথা সহ‌্য কর‌তে না পে‌রে রাত ৯টার দি‌কে ঘর থে‌কে বের হ‌য়ে বা‌ড়ির পা‌শে পুকুরপাড়ের গা‌ছের সা‌থে গলায় ফাঁস দি‌য়ে আত্মহত‌্যা ক‌রে‌ মালা।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য সদর হাসপাতা‌লের ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছি। ময়নাতদ‌ন্তের রি‌পোর্ট এলে মৃত্যুর কারণ নি‌শ্চিত হওয়া যা‌বে।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা