৪৯ কেজির কাতল, দাম ৬৮ হাজার

মুন্সিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২১, ১৪:৫৭
অ- অ+

মুন্সিগঞ্জের পদ্মা নদীতে জেলেদের জালে ৪৯ কেজির একটি কাতলা মাছ ধরা পড়েছে। সোমবার সকাল ৭টার দিকে মাওয়া মৎস্য আড়ত থেকে ৬৮ হাজার ৭০০ টাকায় মাছটি বিক্রি করা হয়।

ঘাট সূত্রে জানা যায়, রবিবার মধ্যরাতে লৌহজং উপজেলার পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। ভোরে মাওয়া মৎস্য আড়তে আনা হয় মাছটি। ফরিদপুর সেবা মৎস্যজীবী সমবায় সমিতির সহ সভাপতি জেলে শামছুল বেপারী এ মাছটি শিকার করেন।

মৎস্য আড়তদার মোকলেসুর ৬৩ হাজার ৭০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। পরে তিনি মাছটি ৬৮ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন ঢাকার এক ব্যবসায়ীর কাছে।

মৎস্য ব্যবসায়ী মোকলেসুর রহমান বলেন, ঢাকার ইসরাক তমাল চৌধুরী নামের স্কয়ার ও শিপিং ব্যবসায়ী তাদের সঙ্গে যোগাযোগ করলে মাছটি পাঁচ হাজার টাকা লাভে বিক্রি করা দেয়া হয়।

লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, এখন নদীতে নতুন পানি প্রবাহিত হচ্ছে। যার কারণে ডিম পাড়তে এসব মাছ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী চলাচল করে।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা