সৈয়দপুরে যুবলীগ নেতা সোহেলের খাদ্য বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২১, ১৩:৩৩
অ- অ+

নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ। শনিবার রাতে উপজেলার শহীদ ড. সামসুল হক রোডের কো অপারেটিভ মার্কেট চত্বরে এ খাদ্য বিতরণ অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ।

তিনি বলেন, ‘সরকার করোনাভাইরাস মোকাবিলায় সক্ষম হয়েছে বলে দেশে করোনা মৃত্যুর হার কম। করোনায় কর্মহীন বেকার জনগোষ্ঠীর পাশে যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এাণ বিতরণ অব্যাহত রয়েছে।’

এসময় আরো ছিলেন- কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদ, নির্বাহী সদস্য রায়হান সরকার রেজভী, সদস্য কাইফ ইসলাম, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আরিফুল ইসলাম সুমনসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও ভিশন টিভির ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবক দিলনেওয়াজ খাঁন। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ন আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ।

(ঢাকাটাইমস/২মে/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
সম্পূরক শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার করার ওপর গুরুত্বারোপ আমীর খসরুর
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সংশোধনীকে শক্তিশালী করতে চায় বিএনপি: সালাহউদ্দিন  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা