করোনা ভ্যাকসিন উৎপাদন করতে চায় ওরিয়ন ফার্মা

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২১, ১৪:০০| আপডেট : ০৫ মে ২০২১, ১৪:১৯
অ- অ+

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ এবং রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেড রাশিয়ান করোনা ভ্যাকসিন উৎপাদন করতে চায়।কোম্পানিটির পরিচালোনা পর্ষদ তাদের নিজস্ব উৎপাদন প্লান্টে এ ভ্যাকসিন উৎপাদন করতে চায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রাশিয়ান করোনা ভ্যাকসিন উৎপাদন করতে এরইমধ্যে রাশিয়া ও বাংলাদেশ সরকারের দায়িত্বরত বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে কোম্পানিটি। ওরিয়ন ফার্মা কর্তৃপক্ষ করোনা ভ্যাকসিন উৎপাদন করতে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রযুক্তি দিতে বলেছে।

এছাড়াও, তারা বিষয়টি গত ২ মে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ সার্ভিস বিভাগকে অবহিত করেছে। এটাকে রেগুলার ব্যবসার অংশ হিসেবে প্রাথমিক প্রস্তাব বলে উল্লেখ করেছে ওরিয়ন ফার্মা কর্তৃপক্ষ।

তবে চূড়ান্ত ফলাফল নির্ভর করছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও বাংলাদেশ সরকারের অনুমোদনের উপর।

(ঢাকাটাইমস/৫মে/এসআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা