ইফতার নিয়ে দরিদ্রদের পাশে শাবি ছাত্রলীগ

শাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২১, ২১:৩৪
অ- অ+

করোনাকালীন আয়ের সুযোগ কমে যাওয়ায় অনেকে অসহায় হয়ে পড়েছেন। বিশেষ করে রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সমাজের দরিদ্র মানুষগুলো জীবননির্বাহ করতে হিমশিম খাচ্ছেন।

এ পরিস্থিতি ইফতার বিতরণের মাধ্যমে সমাজের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ। ফলে, দরিদ্র জনগোষ্ঠীরা অনেকটাই উপকৃত হয়েছে।

প্রথম দিন গত সোমবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে প্রায় তিন শতাধিক অসহায়, দিনমজুর ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এরপর গত মঙ্গলবার (৪ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে ক্যাম্পাসের নিরাপত্তা প্রহরী, রিকশাচালক ও পার্শ্ববর্তী এলাকার অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।

সর্বশেষ গত বুধবার (৫ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শাহপরাণ ও বঙ্গবন্ধু হলের মাঝখানে হলের কর্মকর্তা-কর্মচারী, স্টাফ, হলের পার্শ্ববর্তী টিলারগাঁও, নয়াবাজার এলাকার দিনমজুর ও শ্রমজীবী মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন ছাত্রলীগ নেতারা।

শাবির ভারপ্রাপ্ত ছাত্রলীগ সভাপতি রুহুল আমিন বলেন, ‘গত ৩ মে থেকে ৫ মে পর্যন্ত শাবির আশপাশের এলাকার অসহায় ও দরিদ্রদের পাশে আমরা ইফতার বিতরণ করে আসছি। ৩ দিনে প্রায় ৯০০ জনের মাঝে ইফতার বিতরণ করেছি। ইফতার বিতরণ এ কার্যক্রমে অংশ নেওয়া অন্যরা হলেন- শাবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মৃন্ময় দাশ ঝুটন, পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান, উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, কার্যকরী সদস্য আশরাফ কামাল আরিফ, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান, মো. এবাদুর রহমান মঈনুল এবং ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/৭মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে দিনদুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদি ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা