ট্রাকের জ্বালানি ট্যাংকে ইয়াবার চালান, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২১, ১৮:০৬
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী থানার পোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে ট্রাকের জ্বালানি ট্যাংক থেকে প্রায় সাড়ে ১০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ওই ট্রাকটি জব্দ করা হয়।

শনিবার বিকালে র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নুর আলম, ফজল করিম, নুরুন্নবী ইসলাম ও মনির হোসাইন।

র‌্যাব জানায়, রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে ট্রাকের জ্বালানি তেলের ট্যাংকির ভেতর থেকে ১০ হাজার ৩০৬ পিস ইয়াবাসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, ছয়টি মোবাইল ফোন ও নগদ- ১৬ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সদস্য।এই চক্রের সদস্যরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে র‌্যাব।

(ঢাকাটাইমস/০৮মে/এআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর
ইউনিয়ন বিএনপির শীর্ষ পদে বিদেশফেরত ব্যক্তিরা, দলের নেতাদের মধ্যে ক্ষোভ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: টঙ্গীর তিন বিএনপি নেতাসহ ৪ জন বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা