সালথায় সাজেদা চৌধুরীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২১, ২১:৫৮
অ- অ+

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর এমপির ৮৬তম জন্মদিন উপলক্ষে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি গ্রামে নিজ বাড়িতে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর। এ সময় সাজেদা চৌধুরী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ওই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সহ-সভাপতি বাকি বিল্লাহসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

দোয়া ও ইফতার মাহফিল শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারি বাসভবনে কেট কেটে জন্মদিন পালন করা হয়।

১৯৩৫ সালের এই দিনে সাজেদা চৌধুরী জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ শাহ হামিদ উল্লাহ। মাতা সৈয়দা আছিয়া খাতুন। স্বামী গোলাম আকবর চৌধুরী ছিলেন বিশিষ্ট ভাষাসৈনিক ও একজন বীমা ব্যক্তিত্ব।

(ঢাকাটাইমস/৮মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা