‘কৃষিকে যান্ত্রিকীকরণে কৃষক লাভবান হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ০৮ মে ২০২১, ২২:৪৯
অ- অ+

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষকের সম্পদ বাংলাদেশের সম্পদ। কৃষকের স্বপ্ন পূরণ হলে বাংলাদেশের উন্নয়ন হবে। কৃষকরা যেন আরো লাভবান হতে পারেন, সে জন্য আমাদের দেশের কৃষি বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন। সম্প্রতি ব্রি-৮১, ৮৯, ৯২ ও মুজিববর্ষে ব্রি- ১০০সহ অনেকগুলো উন্নত জাতের ধান উদ্ভাবিত হয়েছে। ব্রি-৮১, ৮৯ ও ৯২ জাতের ধানের ফলন অনেক বেশি। প্রতি বিঘায় ২৫/৩০ মণ, প্রতি শতকে প্রায় ১ মণ। এসব জাতের ধান চাষের মাধ্যমে দেশে নতুন করে সবুজ বিপ্লব ঘটবে। দেশে খাদ্য উৎপাদন অনেক গুণ বাড়বে ও ভবিষ্যতে খাদ্য সংকট হবে না। এ সব নতুন-নতুন ধানের জাত চাষ করলে বেশি ফলন পাওয়া যাবে। কৃষকরা যেন কম খরচে পণ্য উৎপাদন করতে পারেন এ জন্য কৃষিকে যান্ত্রিকীকরণ করা হয়েছে। এতে খরচ ও সময় কম লাগে। কৃষিকে যান্ত্রিকীকরণে কৃষকরা লাভবান হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তিনি একজন কৃষক দরদী। তিনি তারা জীবনের চেয়ে এ দেশকে বেশি ভালোবাসেন। এ দেশের উন্নয়নের জন্য সব সময় পরিশ্রম করে যাচ্ছেন। কৃষি উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কৃষিমন্ত্রী শনিবার বিকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি কামারপাড়ায় 'ব্রি-৮৯ ও ৯২ জাতের বোর ধান কর্তন উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম, বিনার ডিজি ড. মির্জা মোফাজ্জল ইসলাম, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, ধনবাড়ী উপজেলা নির্বাহী শেখ শামছুল আরেফিন, কৃষক প্রতিনিধি আনছার আলী প্রমুখ বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/৮মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একাদশে ভর্তিতে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা
আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: বাহিনী প্রধান
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিলেন মারুফ কামাল খান
শেরাটন-এ সি ফুড ব্যুফেতে বিকাশ পেমেন্টে ‘বাই ওয়ান গেট টু’ অফার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা