১৫ মাসের ভাতা দুস্থদের দিলেন ইউপি চেয়ারম্যান

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০২১, ২২:৫৩

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান কবির এপ্লব শনিবার দুপুরে আক্কেলপুর উপজেলার মাতাপুর চার মাথার মোড়ে তার ১৫ মাসের সম্মানী ভাতা পুরো টাকাই ইউনিয়নের কর্মহীন ও হতদরিদ্র ২১৯ জন মানুষের মধ্যে এক লাখ ৯ হাজার ৫০০ টাকা বিতরণ করেছেন।

এ সময় রুকিন্দীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজারুল আনোয়ার লিটন, উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান আছিয়া খানম সম্পা, নারী ইউপি সদস্য মেহের নিগার, জাহানারা খাতুন, আনোয়ার হোসেন বাবু, সহিদুল সোনার, এসএম ফরিদ হায়দার উপস্থিত ছিলেন।

মাতাপুর গ্রামের বৃদ্ধ আমিনা বেগম বলেন, এই করোনাকালে কেউ আমাদের খবর নেই না। চেয়ারম্যান ঈদ উপলক্ষে টাকা দিয়েছে।

রুকিন্দীপুর গ্রামের আবুল কাশেম বলেন, আমাদের চেয়ারম্যান প্রতি বছরের মতো তার বেতনের সব টাকা আমার মতো গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন। এমন চেয়ারম্যান আমাদের ইউনিয়নে এর আগে কখনো দেখিনি।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আহসান কবির বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে করোনাযুদ্ধে নেমেছি। চেষ্টা করছি, অসহায় মানুষের পাশে থাকার। আমার ১৫ মাসের সম্মানী ভাতা কর্মহীন ও হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণ করেছি। এছাড়া এলাকার কর্মহীন ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় চেষ্টা করছি, অসহায় মানুষের পাশে থাকার।

(ঢাকাটাইমস/৮মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :