‘প্রায় ১০০ জন পাশের ভবনের ছাদে গিয়ে প্রাণে বাঁচি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২১, ১৭:২৯
অ- অ+

রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের ছয়তলা বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে লাগা আগুন এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন লাগার পর প্রতিষ্ঠানটির কর্মীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন। পরে তারা লাফিয়ে পাশের ভবনের ছাদে গিয়ে কোনো রকম প্রাণে রক্ষা পান।

ওই প্রতিষ্ঠানের হেড অব মার্কেটিং তানসিন কবীর বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে আমাদের তিন তলার অফিসসহ পুরো ভবন অন্ধকার হয়ে যায়। পরে আমরা ভবনের ছাদে উঠে ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে জীবনরক্ষার আকুতি জানাই। পরে আগুন লাগা ভবনের পাশের ভবনের লোকজনের কাছে আমরা অনুরোধ জানাই, তারা যেন আমাদের ছাদ থেকে তাদের ছাদে যেতে সাহায্য করে। পরে ওই ভবনের লোকজন একটি ছোট মইয়ের মতো কিছু একটার ব্যবস্থা করেন। পরে ওই মই বেয়ে আমরা লাফিয়ে লাফিয়ে পাশের ভবনের ছাদে যাই। প্রায় ১০০ জন লোক আমরা এভাবে পাশের ভবনের ছাদে গিয়ে জীবন রক্ষা করি।’

তানসিন কবীর বলেন, ‘অগ্নিকাণ্ডের শুরুতে কালো ধোঁয়ায় পুরো ভবন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তখন শ্বাস নিতে পারছিলাম না। আমাদের দম বন্ধ হয়ে আসছিল। আমরা কোনোরকমে ছাদে উঠে জীবনরক্ষা করেছি। তবে কেউ হতাহত হয়েছে কি না আমি জানি না। হুড়োহুড়ি করে ছাদে ওঠার সময় অনেকে ধাক্কা খেয়ে আহত হতে পারেন।’

এদিকে ঘটনার প্রায় সোয়া এক ঘণ্টা পর ভবনটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে বিদ্যুৎ না থাকায় অন্ধকার হয়ে আছে। ধোঁয়ার কারণে এখনো ভেতরে ঢোকা যাচ্ছে না।

(ঢাকাটাইমস/১১মে/এআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা