ঈদের আগে পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতা

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মে ২০২১, ১৪:২০

পবিত্র ঈদুল ফিতরের আগে দেশের উভয় পুঁজিবাজারের সর্বশেষ লেনদেনের দিন সূচকের মিশ্র প্রবণতা লক্ষ করা গেছে। এদিন দেশের উভয় পুঁজিবাজারে লেনদেনের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেযার ও ইউনিটের দর। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)লেনদেন হয়েছে এক হাজার ৪৫৩ কোটি টাকা।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে এক হাজার ৪৫৩ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার টাকা। এর আগে বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিলো এক হাজার ৪০৩ কোটি ৩৫ লাখ সাত হাজার টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৬৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২০১টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বুধবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ১০৮ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার ৭৩৩ টাকা। যা আগের দিনের তুলনায় ৫৫ কোটি টাকা বেশে। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৯৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮৬টি কোম্পানির। দর কমেছে ৬৩টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৭৫০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৭৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক সাত পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১৮৬ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬৫৮ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৪৩ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৬৪৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক কিছুটা বেড়ে অবস্থান করছে এক হাজার ২৫৬ পয়েন্টে। সিএসআই সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪১ পয়েন্টে।

(ঢাকাটাইমস/১২মে/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :