বালিশের ভেতর হেরোইনের চালান, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২১, ১৫:৩৩| আপডেট : ১২ মে ২০২১, ১৬:৪০
অ- অ+

রাজধানীর আদাবর থানার বায়তুল আমান হাউজিং এলাকায় অভিযান চলিয়ে বালিশের ভেতরে লুকিয়ে বহন করার সময় ৬০০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ওই মাদককারবারির নাম মো. সোহেল।

বুধবার দুপুরে র‌্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর থানা বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদককারবারি চক্রের সদস্য মো. সোহেলকে আটক করা হয়।

পরে তার সঙ্গে থাকা বিছানাপত্রের ভেতরে বালিশের থেকে উদ্ধার করা হয় ৬০ লাখ টাকা মূল্যের ৬০০ গ্রাম হেরোইন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল র‌্যাবকে জানিয়েছেন, ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছে এমন ছদ্মবেশে আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিছানার মধ্যে মাদক পরিবহন করছিলেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনী যাতে সন্দেহ না করে এবং সন্দেহ করলেও যাতে তল্লাশি করে কিছুই না পায় মূলত সে জন্যই বালিশের ভেতরে মাদক বহন করে নিয়ে আসছিলেন।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সোহেল আরো জানান, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক এনে রাজধানীর বিভিন্ন মাদক কারবারিদের কাছে হস্তান্তর করেন। প্রতিবার মাদক বহনের ক্ষেত্রে তিনি নিত্য নতুন কৌশল অবলম্বন করে থাকেন বলেও জানান।

ঢাকাটাইমস/১২ মে/এআর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা