অসহায়-দুস্থদের সহায়তায় হাত বাড়িয়েছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২১, ১৮:১৬
অ- অ+

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন দেশের অসহায়, দুস্থ, দরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে আছে সরকার। করোনাকালীন এই মহামারিতে পবিত্র ঈদুল ফিতর যেন প্রান্তিক জনগোষ্ঠী ভালোভাবে আনন্দের সাথে উদযাপন করতে পারে এজন্য সরকার মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

প্রতিমন্ত্রী বুধবার অনলাইনে (জুমে) খুলনা জেলা প্রশাসন আয়োজিত 'মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এবং খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ ।

উল্লেখ্য, আজ খুলনা জেলার ৯ টি উপজেলার ৬৮ টি ইউনিয়নের ১৭ হাজার পরিবারকে 'মাননীয় প্রধানমন্ত্রী মানবিক সহায়তা' হিসেবে বিকাশ পেমেন্টের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে ১ (এক) হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।

ঢাকাটাইমস/১২মে/এসকেএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহ্জালাল ইসলামী ব্যাংকের আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিপি) সমাপনী ও সনদ বিতরণ 
রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আগস্ট থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার
কাশিয়ানীতে ৭ শিক্ষকের স্কুল থেকে ২০ শিক্ষার্থীর কেউ পাস করেনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা