উত্তরপ্রদেশে বালির নিচে মিলল বহু মৃতদেহ

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ১৩ মে ২০২১, ১৪:৩৯
অ- অ+

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। সম্প্রতি দেশটির বিহার এবং উত্তর প্রদেশে গঙ্গা-যমুনা নদীতে প্রচুর মৃতদেহ ভেসে আসার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে করোনায় মৃতদের দেহ ভাসানো হয়েছে গঙ্গায়। এবার সেই গঙ্গার ধারেই উত্তর প্রদেশের উন্নাওতে দেখা গেল প্রচুর মৃতদেহ বালিতে পুঁতে দেয়া হয়েছে।

একটি নয়, দুইটি জায়গায় এরকম পোঁতা অবস্থায় প্রচুর দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় মানুষজন তাদের মোবাইলে ছবি তুলে সামাজিক মাধ্যমে দেয়ার পর তা জানাজানি হয়। দেহগুলো গেরুয়া কাপড়ে মোড়া। খবর এনডিটিভির

উন্নাওয়ের জেলা প্রশাসক রবীন্দ্র কুমার বলেছেন, 'কিছু মানুষ দেহ পোড়ান না। বালিতে পুঁতে দেন। আমি এই খবর পাওয়ার পরই অফিসারদের ঘটনাস্থলে পাঠিয়েছি। তাদের তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি।'

তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এগুলি কি করোনায় মৃতদের দেহ? রবীন্দ্র কুমার বলেছেন, এরকম কোনো তথ্য তার কাছে নেই।

হিন্দুরা গঙ্গাকে পবিত্র নদী মনে করে। সেখানে মৃতদেহ ফেলে দেয়ার রীতি হিন্দুধর্মে নেই। স্থানীয়রা মনে করছেন, কাঠের অভাবে মৃতদেহ পোড়ানো সম্ভব হয়নি। তাই এইভাবে বালিতে পুঁতে দেয়া হয়েছে। তাদের মতে, এগুলো সম্ভবত করোনায় মৃতদের দেহ।

যে দুইটি জয়গায় এই মৃতদেহগুলি পুঁতে দেয়া হয়েছে, তার মধ্যে একটি জায়গা তিনটি জেলার প্রধান শ্মশান সংলগ্ন এলাকা।

ঢাকাটাইমস/১৩মে/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রতিদিন হাঁটলে সুগার-কোলেস্টেরল মুঠোয় থাকবে, বাড়বে না ওজন
ডায়াবেটিস নিরাময় করে ভেষজ মহৌষধি আমলকি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১৪- ভালোবাসা যেখানে থেমে থাকে না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা