দেশবাসীকে টাইগার ক্রিকেটারদের ঈদের শুভেচ্ছা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২১, ১৩:০৭| আপডেট : ১৪ মে ২০২১, ১৩:১৫
অ- অ+

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর এসেছে আজ(শুক্রবার)। বিশেষ এই দিনে দেশের সকল মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তামিম-মুশফিক-মাহমুদউল্লাহরা। সেই সঙ্গে সবার জন্য দোয়াও করেছের টাইগার ক্রিকেটাররা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রী-সন্তানসহ নিজ পরিবারের একটি ছবি দিয়ে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম (আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন)। সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: ঈদ মোবারক। যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে নিরাপদে ঈদ করুন।

নিজের একটি ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমও।

মাহমুদউল্লাহ রিয়াদ নিজের ছবিকেই সাজিয়েছেন ঈদ শুভেচ্ছা জানানোর পোস্টারের মতো করে। যেখানে লিখেছেন, ‘ঈদের আনন্দের পরিপূর্ণ হোক আপনার ঘর। ফিরে আসুক আবার উৎসবের চিরায়ত আনন্দ আমাদের ঘরে। সবাইকে ঈদ মোবারক।’

একইভাবে নিজের একটি ছবি দিয়ে ভেরিফাইড ফেসবুক পেজে শুভেচ্ছা জানান জাতীয় দলের আরেক তারকা রুবেল হোসেন। ভক্তদের শুভেচ্ছা জানান সাকিব আল হাসানও। তবে দুটি পণ্যের প্রচারণাও জুড়ে দিয়েছেন রাজধানীর একটি হোটেলে কোয়ারেন্টাইনে থাকা এই তারকা ক্রিকেটার।

(ঢাকাটাইমস/১৪মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে আলোচিত নারী নির্যাতন: বড়ভাই ফজর আলীকে ফাঁসাতে ওই নারীকে হাতিয়ার বানান শাহ পরান
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা