নেইমারকে নিয়ে ব্রাজিলের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২১, ১১:১৬| আপডেট : ১৫ মে ২০২১, ১১:৪৭
অ- অ+

করোনাভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধির কারণে বন্ধ থাকা লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা ফের শুরু হতে হচ্ছে। আর ইকুয়েডরের ও প্যারাগুয়ের বিপক্ষে আসন্ন ম্যাচ দুটিকে সামনে রেখে দলের সেরা তারকা নেইমারকে অন্তর্ভুক্ত করেই দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। ২৪ সদস্যের দলে রয়েছেন দানি আলভেসও।

আগামী ৪ জুন ইকুয়েডরের বিপক্ষে ঘরের মাঠে খেলবে ব্রাজিল। চার দিন পর প্যারাগুয়ের মাঠে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচের জন্য শুক্রবার ২৪ সদস্যের দল ঘোষণা করেন তিতে। ব্যাখ্যা করেন, ৩৮ বছর বয়সী রাইট ব্যাক আলভেসকে ফেরানোর কারণ।

তিনি বলেন,‘সে ভালো খেলছে আর জাতীয় দলের হয়ে তার চমৎকার অতীত আছে। সে শারীরিক ও মানসিক দিক থেকে নিজের সেরা অবস্থায় আছে। সে একজন নেতা এবং আমাদের আরও শক্তিশালী করতে পারে।’

দলে আরও ফিরেছেন দুই মিডফিল্ডার ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেদ ও অলিম্পিক লিওঁর লুকাস পাকুয়েতা। এবারও জায়গা হয়নি মৌসুম জুড়ে নিজেকে খুঁজে ফেরা রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ লেফট-ব্যাক মার্সেলোর।

বাছাই পর্বে প্রথম ৪ ম্যাচের প্রতিটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে এরপরই আর্জেন্টিনা। ইকুয়েডর ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। প্যারাগুয়ে ৬ পয়েন্ট নিয়ে চারে।

২৪ সদস্যের ব্রাজিল দল

অ্যালিসন, এডারসন, ওয়েভারটন, দানি আলভেস, ড্যানিলো, অ্যালেক্স সান্দ্রো, রেনান লোদি, এদার মিলিটাও, ভেরিসিমো, মারকুইনহোস, থিয়াগো সিলভা, ফাবিনহো, ফ্রেড, লুয়াস পাউকিটা, ক্যাসেমিরো, ডগলাস লুইজ, রিবেরিও, এভারটন, ফিরমিনো, বার্বোসা, জেসুস, নেইমার, রিচারলিসন ও ভিনিসিয়াস।

(ঢাকাটাকাইমস/১৫মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা