ঢামেকের পাশে রক্তাক্ত পড়ে থাকা যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২১, ১১:০২| আপডেট : ১৬ মে ২০২১, ১১:৩২
অ- অ+
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের পাশে গলাকাটা অবস্থায় পড়ে থাকা অজ্ঞাতনামা যুবকটি মারা গেছেন।

শনিবার রাত সোয়া আটটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সোয়া আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগের পাশে এক যুবককে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখি। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

ঢাকাটাইমস/১৬মে/এএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫১
শিল্প, উদ্ভাবন ও অবকাঠামোগত খাতে পুরস্কৃত হলো ওয়ালটন ডিজি-টেক
গোপালগঞ্জে সংঘর্ষে দুজন নিহত
গোপালগঞ্জে কারফিউ জারি, চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা