গাজায় যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২১, ১১:১০| আপডেট : ১৮ মে ২০২১, ১১:৫১
অ- অ+

গাজায় ইসরায়েলের টানা আটদিন বোমা হামলার পর সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আজ মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বাইডেন বলেছেন, সহিংসতা বন্ধে মিশর ও অন্যান্য রাষ্ট্রকে নিয়ে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে। কিন্তু, গাজায় ইসরায়েলের সহিংসতা বন্ধের আহ্বান সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বার্তায় বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত আট দিন ধরে গাজায় ইসরায়েল নৃশংসতা চালিয়ে গেলেও তা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

ফিলিস্তিনের প্রভাবশালী রাজনৈতিক দল হামাস ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যকার সংঘাতের নবম দিনে গাজায় নিহতের সংখ্যা আরও বেড়েছে। গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সংঘর্ষ ‍শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ২১২ জন।

নিহতদের মধ্যে ৬১ জন শিশু ও ৩৬ জন নারী আছেন। এছাড়া সেখানে আহতের সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজারেরও বেশি।

গাজার মূল শহরসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বসতকারদের (সেটলার) অবৈধ দখলদারিত্বকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘর্ষ গড়িয়েছে নবম দিনে। তবে এখন পর্যন্ত ফিলিস্তিনের প্রভাবশালী দল হামাস ও ইসরায়েল সেনা বাহিনীর মধ্যে যুদ্ধবিরতিতে যাওয়ার কোনো আগ্রহ দেখা যাচ্ছে না।

(ঢাকাটাইমস/১৮মে/কেআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪১৬
ফেনী সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
পল্লবীতে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী জয় ফালান গ্রেপ্তার, দেশীয় অস্ত্র-মাদক উদ্ধার
একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা