চুরি ঘৃণ্য ও পাপ কাজ

জুনাইদ আহমেদ পলক
  প্রকাশিত : ২২ মে ২০২১, ১৪:৩৩
অ- অ+

ঘুমের চাইতে নামাজ উত্তম। চুরি ঘৃণ্য ও পাপ কাজ। চুরি অর্থ অন্যের সম্পদ গোপনে আত্মসাৎ করা। চুরি খুব ঘৃণ্য ও পাপ কাজ। ধর্ম তা কখনও সমর্থন করে না। এমনকি সমাজও চুরি করাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। যত সব মন্দ কাজ বা অভ্যাস রয়েছে তার মধ্যে চুরি অন্যতম। এ জন্য চুরি ও চোরকে সমাজে প্রশ্রয় প্রদান করা হয় না।

প্রকৃতপক্ষে চুরি করার সময় চোরের মাঝে তার ঈমানী শক্তি থাকে না। যার কারণে পাপ সত্তেও একজন চোর তার চুরির কাজ সম্পন্ন করে। হাদিসে এ সম্পর্কে বর্ণনা রয়েছে, হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন,

‘রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, যিনাকারী যখন যিনা করে তখন আর সে ঈমানদার থাকে না। চোর যখন চুরি করে তখন সে ঈমানদার থাকে না। মদ্যপ যখন মদ পান করে তখন তার আর ঈমান থাকে না। যখন ডাকাত এভাবে ডাকাতি করে যে, যখন চোখ তুলে তাকিয়ে থাকে তখন তার ঈমান থাকে না। এভাবে কেউ যখন গনিমতের সম্পদ খেয়ানত করে, তখন তার ঈমান থাকে না। অতএব সাবধান (এসব গুনাহ হতে দূরে থাকবে)।’(বুখারি : ২৪৭৫; মুসলিম: ৫৭; আবু দাউদ : ৪৬৮৯; নাসায়ি : ৪৮৭০; তিরমিজি : ২৬২৫; ইবনে মাজাহ : ৩৯৩৬)

প্রিয় নবী (সা.) চোরকে বা চুরিকে কখনও প্রশ্রয় দেননি। চোরকে শরিয়ত মোতাবেক শাস্তি প্রদান করেছেন। মহান রাব্বুল আলামিন চুরির শাস্তি পবিত্র কোরআনে আলোকপাত করেছেন। আল্লাহর বাণী ‘তোমরা পুরুষ চোর এবং মহিলা চোর উভয়ের হাত কেটে দাও। আল্লাহর পক্ষ থেকে তাদের কৃতকর্মের শাস্তি স্বরূপ।‘ (সুরা মায়িদা : ৩৮)

রাসুল (সা.) অন্যের সম্পদকে লুট করে নেওয়া বা তাতে হস্তক্ষেপ করতে নিষেধ করেছেন। বিদায় হজের ভাষণে তিনি বলেছেন, ‘প্রত্যেক মুসলমানের ওপর অপর মুসলমানের রক্ত, সম্পদ ও সম্মানে হস্তক্ষেপ করা নিষিদ্ধ।’(মুসনাদে আহমদ : ১৬০১৯)। তাই চুরি করে হোক আর যেভাবেই হোক অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা, ভোগ করা জায়েজ নয়।

আমাদের সমাজে চুরি-ডাকাতি, লুটতরাজসহ এসব অনৈতিক কাজ সম্পন্নকারী লোকের সংখ্যা কম নয়। সমাজে তারা চুরি, ডাকাতি, ছিনতাই, লুটতরাজ করে লোকজনকে সর্বদা ভয়ের মধ্যে রাখতে চায়। অথচ ইসলাম ধর্ম তা সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছে। সমাজ থেকে এসব লোকের সংখ্যা কমাতে পারলে সমাজ হয়ে উঠবে আদর্শময়। যারা এসব কাজ করে সমাজে ত্রাস সৃষ্টি করে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তবেই এদের নির্মূল করা সম্ভব হবে। মহান আল্লাহ্ আমাদের সকলকে সৎ পথে চলার তৌফিক দান করুন। আমিন।

লেখক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

ঢাকাটাইমস/২২মে/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেডফোন লাগিয়ে রেললাইনে কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু 
ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান
বিমানবন্দরে পেটের ভেতর ইয়াবা বহনকালে মাদক কারবারি গ্রেপ্তার
অন্তর্বর্তী সরকার সংস্কার-নির্বাচন কোনোটা ঠিকমত করতে পারবে কিনা সংশয়: মঞ্জু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা