জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধের মেয়াদ বাড়ল

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মে ২০২১, ২১:৪৮

সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। তবে জরুরি প্রয়োজন সাপেক্ষে খোলা রাখা যাবে বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইন্সটিটিউট। এছাড়াও চালু থাকবে অনলাইন ক্লাস ও জরুরি পরিসেবাসমূহ।

রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক জারিকৃত সিদ্ধান্তের প্রেক্ষিতে ২৪ মে থেকে ৩০ মে পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইইন্সটিটিউট, বিভাগ ও দপ্তর বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে বিভাগ, ইন্সটিটিউট ও দপ্তর খোলা রাখা যাবে।

এছাড়াও অনলাইন ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবাসমূহ (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট এবং নিরাপত্তা) চালু থাকার পাশাপাশি সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য নির্দেশনাও প্রতিপালন করার নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

(ঢাকাটাইমস/২৩মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :