জাজাই ঝড়ে পেশোয়ারের জয়

পাকিস্তান সুপার লিগে(পিএসএল) আফগান তারকা ক্রিকেটার হজরতউল্লাহ জাজাইয়ের ঝড়ো ব্যাটিংয়ে করাচি কিংসের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে পেশোয়ার জালমি। এদিন ম্যাচের শুরুতে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান তুলে করাচি। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে পেশোয়ার।
পিএসএলে সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে করাচিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পেশোয়ার জালমির অধিনায়ক ওয়াহাব রিয়াজ। এদিন শুরুতে ব্যাট করতে নেমে দলকে ইতবাচক ব্যাট করতে থাকেন দুই ওপেনার সার্জিল খান এবং বাবর আজম। ২০ বলে ২৬ রানে ফেরেন সার্জিল।
কিন্তু দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে রানের দেখা পাননি মার্টিন গাপটিল। পরের উইকেটে ব্যাটিংয়ে আসা দানিশ আজিজ ১২ বল খেলে করেছেন ১৩ রান। এর মধ্যেই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন ওপেনার বাবর। আউট হওয়ার পূর্বে ৪৫ বলে করেন ৫৩ রান।
শেষদিকে দলীয় অলারাউন্ডার থিসারা পেরেরা এবং অধিনায়ক ইমাদ ওয়াসিমের ঝড়ো ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহে পৌঁছাতে সাহায্য করে । ১৮ বলে ৩৭ রান করেন পেরেরা। আর ইমাদ ৯ বল খেলে করেন ১৬ রান। এছাড়া ৪ রানে ইলাস এবং ৭ রানে আমির অপরাজিত থাকেন।
১৭৬ রান তাড়া করতে নেমে পেশোয়ারের শুরুটা খুব একটা ভালো হয়নি। দলের অভিজ্ঞ ওপেনার কামরান আকমাল আউট হন ১৩ রানে। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা ইমাম-উল-হক ফেরেন ১১ রানে।
এর মাঝেই তাণ্ডব শুরু করেন ওপেনার জাজাই। মারকুটে ব্যাটিং মাত্র ৩৮ বলে ৭৭ রান তুলে জয়ের ভিত গতে দেন। এরপর শোয়েব মালিকের ৩০ এবং খালিদের ১৭ রানের ইনিংস জয়টা আরো সহজ করে দেয়।
শেষের কাজটা সম্পন্ন করেন শেরফাইন রাদারফোর্ড। ১০ বলে ১৭ রানে অপরাজিত থাকেন তিনি।
(ঢাকাটাইমস/২২জুন/এমএম)

মন্তব্য করুন