গায়ক তৌসিফকে হত্যার হুমকি, থানায় জিডি

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২১, ১০:৩১
অ- অ+

‘বৃষ্টি ঝরে যায়’ খ্যাত জনপ্রিয় গায়ক তৌসিফ আহমেদকে মোবাইল ফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এছাড়া তার হাত-পায়ের রগ কেটে দেয়ার হুমকিও দেয়া হয়েছে। বর্তমানে খুবই নিরাপত্তাহীনতায় ভুগছেন এই কণ্ঠশিল্পী। সে কারণে মঙ্গলবার রাতে তিনি মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ডায়েরিতে তৌসিফ উল্লেখ করেন, গত ২১ জুন রাত সাড়ে ১১টার দিকে তিনি কাদেরাবাদ হাউজিং ৩ নম্বর রোড হয়ে বাসায় ফিরছিলেন। এসময় তিনি দেখেন, একটি ছেলেকে ১০-১২ জন ছেলে মিলে মারছে। তখন বিবেকের তাড়নায় তিনি ছেলেটিতে উদ্ধার করতে এগিয়ে যান এবং আহত অবস্থায় তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে সক্ষমও হন। এর পরই রাত ১২টার দিকে তাকে ফোন করে হত্যা ও হাত-পায়ের রগ কেটে দেয়ার হুমকি দেয়া হয়।

এর আগে মঙ্গলবার রাতেই নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ঘটনা প্রকাশ করেন তৌসিফ। জানান, আরিফ নামে একটি ছেলে তাকে ফোন করে হত্যার হুমকি দিচ্ছে। চলুন দেখি আসি তৌসিফ কী লিখেছিলেন তার স্ট্যাটাসে-

‘প্রশাসনে কর্মরত আমার সকল বন্ধু ও শুভাকাঙ্খীদের সহযোগিতা কামনা করছি। খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। আরিফ নামের পরিচয় দেয়া এক ব্যক্তি গতকাল রাত থেকে কল করে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে অনবরত। হাত-পায়ের রগ কেটে হত্যা করার হুমকি দিচ্ছে। সে বলে প্রশাসন দিয়ে আমাকে মেরে ফেলবে, এর জন্য যত টাকা হোক সে নাকি খরচ করবে।’

‘দেশের এই অবস্থা! একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী দিয়ে একজন শিল্পীকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। দেশের চেয়েও এই ব্যক্তিরা বড় হয়ে গেছে, প্রশাসন দিয়ে মেরে ফেলার হুমকি দেয়। বুঝতে পারছি না কী করা উচিৎ। আমার দোষ ছিল বাসার সামনে অল্প বয়সী এক ছেলেকে মারধর করতে দেখে তাকে বাচাঁনো এবং আহত সেই ছেলেকে চিকিৎসার ব্যবস্থা করে দেয়া।’

তৌসিফ আহমেদ একাধারে সুরকার, গীতিকার ও সংগীতশিল্পী। তিনি অসংখ্য মিশ্র অ্যালবামে সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন। তার কিছু শ্রোতাপ্রিয় গান হচ্ছে, ‘মনের আঙ্গিনায়’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘দুরে কোথাও আছি বসে’, ‘এক পলকে ভালোবেসে ফেলেছি তোকে’, এবং ‘আমার জান পাখি ময়না’। তৌসিফ এই তো ভালোবাসা শিরোনামের একটি সিনেমার গানেও সংগীত ও কম্পোজিশন করেছেন।

ঢাকাটাইমস/২৩জুন/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
নড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: ডিবির অভিযানে আরও দুইজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা