তোমার ছোঁয়া

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
 | প্রকাশিত : ২৫ জুন ২০২১, ১০:৫৫

উদাস হয়ে যে দিক তাকাই

চোখের মণির তৎপরতায়

বুঝতে পারি

আনাগোনায় তুমি আছো,

ব্যস্ত নগর মেতে আছে কোলাহলে

সব ছাপিয়ে কানে বাজে

তোমার পায়ের চেনা আওয়াজ

বুঝতে পারি কাছেই আছো।

হাত বাড়ালেই তোমার ছোঁয়া

ঝিকিমিকি নরোম রোদে

শিমুল ফুলের পেলবতায়

অনুভবে পাশেই আছো।

হাস্নাহেনার মৌকথনে

তোমার হাসির ঝলক দেখেই

বুঝতে পারি

তুমি এখন মুচকি হাসো।

প্রজাপতির পাখায় পাখায়

অনাগতের স্বপ্ন আঁকায়

আমার সকল ভালো লাগায়

সব হারিয়ে ভালো থাকায়

তুমিই থাকো।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :