ডেল্টা প্রতিরোধে কার্যকর ফাইজার-অ্যাস্ট্রাজেনেকা: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২১, ১৫:০০| আপডেট : ২২ জুলাই ২০২১, ১৫:০৩
অ- অ+
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের এখন পর্যন্ত যতগুলো ধরন বের হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক ডেল্টা ধরন। এই ধরন সবচেয়ে বেশি দ্রুত ছড়ায় এবং ক্ষতির পরিমাণও বেশি। একটি গবেষণায় উঠে এসেছে, ভয়ঙ্কর এই ধরনের বিপক্ষে কার্যকর ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকা টিকা। সূত্র, আল জাজিরা।

গবেষণাটি বুধবার নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত হয়েছে। এই গবেষণায় দেখা গেছে, দুইটি ডোজই নিয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে ডেল্টা ভ্যারিয়ান্ট প্রতিরোধে ৮৮ শতাংশ কার্যকর ফাইজার। আর ৬৭ শতাংশ কার্যকর অ্যাস্ট্রাজেনেকা।

এই গবেষণায় দেখা গেছে, ডেল্টা ধরন প্রতিরোধে ফাইজার টিকার এক ডোজ ৩৬ শতাংশ কার্যকর। আর অ্যাস্ট্রাজেনেকার এক ডোজ ভ্যাকসিন ৩০ শতাংশ কার্যকর।

রাশিয়ার তৈরি টিকা স্পুটনিকও ডেল্টা ভ্যারিয়ান্ট প্রতিরোধে কার্যকর। গত জুনে স্পুটনিক কর্তৃপক্ষ দাবি করেছিল, তাদের টিকা ডেল্টা প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকর। বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার তৈরি করোনার টিকা স্পুটনিক ব্যবহার করছে। রাশিয়াও চেষ্টা করছে যত বেশি দেশে সম্ভব এই টিকা ছড়িয়ে দেয়ার। এর আগের একটি গবেষণায় দেখা গিয়েছি, করোনার মূল ধরন প্রতিরোধে স্পুটনিক ৯২ শতাংশ কার্যকর।

(ঢাকাটাইমস/২২ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগে আসছে নতুন পরিকল্পনা
পৃথিবীর সর্বোচ্চ দামে পৌঁছাল বিটকয়েন, মূল্য ছাড়ালো ১ লাখ ২০ হাজার ডলার
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেপ্তার
২০ জুলাই থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: বিআরটিএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা