চাঁদপুরে করোনা রোগী শনাক্তের রেকর্ড

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২১, ১১:২৭
অ- অ+

চাঁদপুর জেলায় নতুন করে সর্বোচ্চ সংখ্যক ২২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টার নতুন এই সংখ্যাসহ জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৩৪৭ জনে। চাঁদপুর জেনারেল হাসপাতালের গত ২৪ ঘন্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৩জন এবং উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬১ জনে।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনের নুমনা পরীক্ষায় ২২৯ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে রয়েছেন চাঁদপুর সদর উপজেলায় ৭০জন, ফরিদগঞ্জ ২০, হাজীগঞ্জ ২৫, কচুয়া ৩২, মতলব উত্তরে ২, মতলব দক্ষিণে ২০, শাহরাস্তিতে ৪৪ ও হাইমচরে ১৯ জন।

করোনায় এ পর্যন্ত জেলায় চিকিৎসাধীন রোগী ২ হাজার ৬৪জন। এর মধ্যে হাসপাতালে ৬৮ জন এবং হোম আইসোলেশনে ১ হাজার ৯৯৬জন। বর্তমানে চাঁদপুর সরকারী হাসপাতালে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৩৮ জন। জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৮ হাজার ৮৮৩ জন।

(ঢাকাটাইমস/২৭ জুলাই/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানবন্দরে চোরাচালানে ‘জিরো টলারেন্সে’ কাস্টমস
মাহদির নতুন মিউজিক ভিডিও ‘জানরে তুই আয়না’
শাহ্জালাল ইসলামী ব্যাংকের আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিপি) সমাপনী ও সনদ বিতরণ 
রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা