দিশার নাচে মুগ্ধ প্রেমিক টাইগার

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২১, ১১:৪৪
অ- অ+

নেটমাধ্যমে কীভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হয়, তা ভালোই জানেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। সোমবার তেমনই কিছু করলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিও পোস্ট করলেন তিনি।

ওই ভিডিওতে নৃত্য পরিচালক বন্ধু অঙ্কন সেনের সঙ্গে নাচতে দেখা যায় দিশাকে। একটি ঢলঢলে সোয়েট শার্ট এবং ট্র্যাক প্যান্টস পরেছেন। বন্ধুর সঙ্গে পাল্লা দিয়ে নেচেছেন তিনি। যা দেখে মুগ্ধ তার সোশ্যাল মিডিয়ার ভক্তরা।

দিশার ওই নাচে মুগ্ধ তার প্রেমিক টাইগার শ্রফও। যার নাচের দক্ষতার প্রশংসা প্রায়ই শুনতে পাওয়া যায়। এমনকি, তাকে হৃত্বিক রোশনের সঙ্গেও তুলনা করা হয়। সেই টাইগার কিনা দিশার নাচ দেখে মুগ্ধ।

অভিনেতা লিখেছেন, ‘স্নিগ্ধ’। ভালোবাসা প্রকাশ করতে তার সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ইমোজি। তবে টাইগার একা নন, অভিনেতার বোন কৃষ্ণা শ্রফও দিশার নাচ দেখে মুগ্ধ। দিশার পোস্টের মন্তব্য বাক্সে চোখ রাখলে তা আরও স্পষ্ট হয়ে যায়।

এদিকে, টাইগার বা দিশা কেউই নিজেদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেন না। তবে দুজনের রসায়ন আর কারোই অজানা নয়। একসঙ্গে বেড়াতে যাওয়া থেকে সময় কাটানো, নেটমাধ্যমের মহিমায় গোপন কথা আর গোপন থাকে না।

ঢাকাটাইমস/২৭জুলাই/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা