পদক পেল ৩৪ হাজার জনসংখ্যার দেশ সান মারিনো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২১, ১৫:০৫
অ- অ+

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে খ্যাত অলিম্পিকের এবারের আসর বসেছে জাপানের টোকিওতে। চলতি আসরে নতুন নতুন অনেক দেশই অলিম্পিকের ইতিহাসে তাদের প্রথম পদক পেয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আরেকটি নাম। মাত্র ৩৪ হাজার মানুষের সান মারিনোও পেল প্রথম অলিম্পিক পদকের স্বাদ।

টোকিও অলিম্পিকে নারীদের ট্র্যাপ শুটিংয়ে সান মানিরোর হয়ে প্রতিনিধিত্ব করতে আসেন শুটার আলেসান্দ্রা পেরিলি। সোনা কিংবা রুপার কোনোটিই জেতেননি তিনি। তবে ব্রোঞ্জ পদকটি ঠিকই নিজের ঝুঁলিতে পুড়েছেন তিনি। আর তাতেই সুখের কান্নায় ফেঁদে পড়েন পেরিলি। সেটা তো হবারই কথা, কেননা অলিম্পিকের ইতিহাসে এটিই সান মারিনোর প্রথম পদক।

এর আগে ২০১২ সালে খুব কাছে গিয়েও পদক জেতা হয়নি তার। সেবার লন্ডন অলিম্পিকে তিনি হয়েছিলেন চতুর্থ।

লন্ডনের সেই স্মৃতি স্মরণ করে পেরেল্লি বলেন, ‘লন্ডনে পদক পাওয়ার খুব কাছাকাছি গিয়েও বিজয়মঞ্চে উঠতে পারিনি। এখন পেরেছি। এটা আমার প্রথম অলিম্পিক না হলেও আমার এবং আমার দেশের জন্য প্রথম পদক। আমার দেশটা খুব ছোট হতে পারে, কিন্তু ভীষণ গর্বিত।’

(ঢাকাটাইমস/৩০জুলাই/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
নড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: ডিবির অভিযানে আরও দুইজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা