লেনোভো ট্যাব আনল সেলেক্সট্রা

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২১, ০৮:৪৫
অ- অ+

সময় বদলেছে, কম্পিউটারের বদলে ল্যাপটপ এসেছে সেও পুরনো কথা। প্রযুক্তির কল্যাণে অফিস, দৈনন্দিন কাজ, বিনোদন সব হাতের মুঠোয় কিংবা পকেটে। পার্সোনাল ডিজিটাল অ্যাসিসটেন্ট হিসেবে এক এক করে এসেছে ফোন, ট্যাবলেট, ফ্যাবলেট। তবে স্মার্টফোন আর ফ্যাবলেট এর ব্যবহার বাড়লেও ট্যাবলেট বা ট্যাবের চাহিদা বরাবরই চোখে পড়ার মতো। ল্যাপটপও না, আবার পোর্টেবল 'কি-বোর্ড' যোগ করে অফিসের কাজ, প্রেজেন্টেশান, ক্লাসের অ্যাসাইনমেন্ট সহজেই করে ফেলা সম্ভব যে কোন জায়গায় বসে৷ তবে স্মার্টফোন এর পাশাপাশি ভালো মানের ট্যাব কিনতে গেলে বাজেট একটা ব্যাপার হয়ে দাঁড়ায়৷ এছাড়া মোবাইল সিম স্লট না থাকায় আফসোস করতে হয় অনেক ব্যবহারকারীকে৷

করোনা মহামারির এই সময়ে হোম অফিস, অনলাইন ক্লাস, মিটিং, ওয়ার্কশপ এখন সব ডিজিটাল ডিভাইস নির্ভর। বাচ্চার স্কুল থেকে শুরু করে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যের দিন কাটছে ডিজিটাল দুনিয়ায়৷ আর এমন পরিবর্তনকে স্বাগত জানাতে বিশ্বখ্যাত ব্র্যান্ড লেনোভো রয়েছে আপনার পাশে। যারা ভিন্ন বাজেটে ভালো মানের ট্যাব খুঁজছেন, তাদের জন্য বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে চারটি ট্যাব। লেনোভো ট্যাব এম ৮ এবং লেনোভো ট্যাব এম১০ এই দুটি মডেলের চারটি ভ্যারিয়েন্টের ডিভাইস পেয়ে যাবেন হাতের নাগালে।

লেনোভো ট্যাব এম : আট ইঞ্চি এইচডি ডিসপ্লে, কোয়াড কোর ২.০ গিগাহার্টজ প্রোসেসর, ডলবি অডিও স্পিকার। ৫১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে যা ১৮ ঘন্টা টানা ব্রাউজিং এক্সপেরিয়েন্স দিবে। পেছনে ৮ মেগা পিক্সেলের অটো ফোকাস ক্যামেরা, সামনে রয়েছে ২ মেগা পিক্সেল। ২ জিবি র‌্যাম, ৩২ জিবি রম এবং ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি র‌্যামের এই দুটি ধরন পাওয়া যাচ্ছে৷ সাথে মাইক্রো এসডি কার্ড ট্রে তো থাকছেই৷

লেনোভো ট্যাব এম১০: প্রিমিয়াম গ্যাজেটে যা থাকা উচিত, তার সব পাবেন এই ট্যাবে৷ ১০.১ ইঞ্চি আইপিএস এইচডি স্ক্রিন, ডলবি অ্যাটমোস ডুয়েল স্পিকার, অ্যান্ড্রয়েড ১০ আপডেট। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিতে রয়েছে টানা ১০ ঘন্টা ব্রাউজিং ও ৮ ঘন্টা ভিডিও প্লে ব্যাক সুবিধা। পেছনে ৮ মেগা পিক্সেলের অটো ফোকাস ক্যামেরা, রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কম আলোতে ব্যবহারে থাকছে আই প্রোটেকশন টেকনোলোজি, এছাড়া ফেইস আনলক দিবে বাড়তি সুরক্ষা। ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি র‌্যাম আছে৷ সাথে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা পাবেন।

দুই মডেলের ট্যাবে রয়েছে মেটাল ফিনিশ। বিল্ট কোয়ালিটি বেশ ভালো। বক্সের ভেতরে ইউএসবি টাইপ সি চার্জার, থাকছে ওয়ারেন্টি। ১৪৯৯৯ টাকা থেকে ২৮৯৯৯ টাকার মধ্যে বেছে নিতেন পারেন আপনার পছন্দের ট্যাবলেট। লেনোভো ট্যাব পাওয়া যাচ্ছে www.salextra.com.bd এবং অন্যান্য অনলাইন মার্কেট প্লেস গুলোতে। এছাড়া নিকটস্থ রিটেইল শপেও পাবেন প্রয়োজনীয় ডিভাইসগুলো। ঘরে বসে অনলাইনে সেলএক্সট্রা থেকে অর্ডার করলে ডেলিভারি পৌঁছে যাবে মাত্র ৪৮ ঘন্টায়(ঢাকার ক্ষেত্রে প্রযোজ্য)। এছাড়া সারা দেশে ফাস্ট ডেলিভারি করছে তারা। শুধু তাই নয়, ক্রেডিট কার্ড ছাড়া ইএমআইতে পণ্য কেনার সুযোগও থাকছে সেলএক্সট্রা থেকেতে।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু 
ক্যানসার আক্রান্ত শহীদ পরিবারের সন্তান ও নির্যাতিত ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান
পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা